৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম অস্ট্রেলিয়া তাদের সর্বশেষ স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে লেভেল-১-এ শ্রেণীবদ্ধ করেছে, যার ফলে আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হবে। অস্ট্রেলিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ‘সেপ্টেম্বর ২০২৫ এভিডেন্স লেভেল আপডেটে’ এ পরিবর্তন নিশ্চিত করেছে, যা ৩০ সেপ্টেম্বর ২০২৫ বা তার পরে জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবারই প্রথম বাংলাদেশকে লেভেল-১-এ স্থান দেয়া হয়েছে। ঢাকার শিক্ষা সংস্থাগুলি উল্লেখ করেছে যে এই সংশোধন প্রক্রিয়াটিকে আরও সহজ করবে, কারণ আবেদনকারীদের আর আর্থিক সহায়তা বা ইংরেজি দক্ষতার বিস্তারিত প্রমাণ প্রদানের প্রয়োজন হবে না। বিষয়টি নিশ্চিত করে শাহেদা হায়ার এডুকেশন কনসালটেন্সির ব্যবস্থাপক আনিকা ইশরাত নিশ্চিত বলেন, ‘এখন, শুধুমাত্র তালিকাভুক্তির নিশ্চিতকরণ প্রয়োজন।’ নতুন মর্যাদা অস্ট্রেলিয়ার বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বাসযোগ্য এবং অনুগত হিসেবে স্বীকৃতির প্রতিফলন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি...