চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের আওতাধীন ২ হাজার ১৬১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসব সদস্য সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ও বন্দর থানার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে বাহিনীর উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান এসব তথ্য জানান।এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের নানা বিষয়ে আলোচনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানান।নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে ৪টি, চট্টগ্রাম জেলায় ৪টি, সন্দ্বীপ উপজেলায় ১টি, কক্সবাজারে ২টি, রাঙামাটিতে ১টি, বান্দরবানে ১টি এবং খাগড়াছড়িতে ১টিসহ মোট ১৪টি...