জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেছেন, কেন শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি তা নিয়ে তদারকি প্রয়োজন এবং শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে কেন কমছে, তা গভীরভাবে দেখা দরকার। তিনি বলেন, “এখন পর্যন্ত ১১টি কমিশন করা হয়েছে। কিন্তু শিক্ষা কমিশন করা হয়নি। প্রাথমিক শিক্ষা পর্যায়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষাখাতে এবার জিডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১.৫৩ শতাংশ। আফগানিস্তানের মতো দেশে বরাদ্দ আছে ৪ শতাংশ। বাংলাদেশের চারপাশের দেশগুলোতে ৩ শতাংশের বেশি বরাদ্দ দেওয়া হয়। আমাদের দেশে মাত্র ১.৫৩ শতাংশ। এই পরিবেশে শিক্ষার্থীরা স্বপ্নের মতো বড় হবে কিভাবে?” সোমবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে...