স্বাস্থ্যকর, নিরাপদ ও তামাকমুক্ত গণপরিবহণ নিশ্চিতে বাংলাদেশ তামাকবিরোধী জোট, ডাস্ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে একটি লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিরোধে আইন শক্তিশালী করা জরুরি’ শীর্ষক এই লিফলেট ক্যাম্পেইনটি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডাস্’র টিমলীড আমিনুল ইসলাম বকুল, কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু, বাংলাদেশ তামাকবিরোধী জোটের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, বিএনটিটিপ’র প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব। এছাড়াও উপস্থিত ছিলেন নাটাব’র প্রকল্প কর্মকর্তা কানিজ ফাতেমা রুশিসহ তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে গণপরিবহনে তামাক কোম্পানির অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বলা হয়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ...