মিলানের সান সিরো বিক্রির অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। ফলে প্রায় শতবর্ষ পুরোনো আইকনিক স্টেডিয়ামটি ভেঙে নতুন স্টেডিয়াম নির্মাণের সবুজ সংকেত পেয়েছে এসি মিলান ও ইন্টার মিলান। প্রায় ১২ ঘন্টার দীর্ঘ আলোচনা আর রাতভর ভোটাভুটির পর সান সিরো বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এসি মিলান ও ইন্টার মিলান মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছে, এই সিদ্ধান্তে ‘খুব খুশি’ তারা। মিলানের এই দুই ক্লাবের ঘরের মাঠ সান সিরো। সিটি কাউন্সিলের অনুমোদনের ফলে মাঠ এবং এর আশপাশের এলাকা দুটি ক্লাবের কাছে ১৯ কোটি ৭০ লাখ ইউরোয় বিক্রি করা হতে পারে। তবে এখনও বিষয়টি নগর সরকারের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা বাকি। দুই ক্লাব ও শহরের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ক্লাবগুলো। ১৯২৬ সালে চালুর পর থেকে সান সিরো এসি মিলানের স্টেডিয়াম, কিন্তু ১৯৯০ বিশ্বকাপের...