প্রতিদিন, প্রতি বেলায় রং বদলাচ্ছে বিসিবি নির্বাচনের। সোমবার মধ্যরাত অবধি ছিল একরূপ। আজ দুপুরে ফারুক আহমেদ রিট দায়ের করার পর মুহূর্ত থেকেই তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলে ব্যাপক টানা-পোড়েন। ১৫ ক্লাবের কাউন্সিলরই নেই। সাথে চার-চারজন প্রার্থীরও নির্বাচন করা হচ্ছে না। রীতিমত একটা টালমাটাল অবস্থা। এই অবস্থায় খানিক কিংকর্তব্যবিমুঢ় তামিম এন্ড কোং। বলার অপেক্ষা রাখে না, যে ১৫ ক্লাবের ওপর আবার কোর্টের নিষেধাজ্ঞা এসেছে, তার সবকটাই বিএনপিপন্থি কাউন্সিলরদের কাউন্সিলর। খুব স্বাভাবিকভাবেই ১৫টি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যাবে তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থি প্যানেলের। এছাড়া শেষমুহূর্তে অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে সাজানো ১২ জনের প্যানেল থেকেও নির্বাচন করতে পারবেন না চার জন প্রার্থী। এতে করে শক্তি কমে যাওয়ার উপক্রম হয়েছে অনেকটাই। এরকম অবস্থায় নির্বাচন করাকে ঝুঁকিপূর্ণ ভাবতে শুরু করেছেন কেউ কেউ। জানা গেছে, বিএনপিপন্থিদের মধ্যে...