খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার সাম্প্রদায়িক সহিংসতা ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে। চলতি সপ্তাহে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘিরে সেখানকার রিসোর্টগুলোতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত থাকা সব বুকিং বাতিল হয়ে গেছে। তবে কিছু রিসোর্টে ১-৪ অক্টোবর পর্যন্ত থাকা বুকিংগুলো এখনো বহাল আছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি। এদিকে রাঙামাটি শহরে এ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের পর্যটনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানা গেছে। বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় রাঙামাটির সাজেক বর্তমানে পর্যটকশূন্য হয়ে পড়েছে। তাছাড়া সাজেক যেতে হয় খাগড়াছড়ি হয়ে। ফলে সাজেকে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। আরও পড়ুনআরও পড়ুনখাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ গণধর্ষণের...