এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান। এখন সেই মেডেল এবং ট্রফি ফিরে পেতে ভারতীয় ক্রিকেটারদের আকুতি। আজ (মঙ্গলবার) বিকেলে দুবাইয়ে এসিসির সভা বসেছিল। সভায় পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সরাসরি থাকলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা ও সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার উপস্থিত হন অনলাইনে। যেখানে আলোচনার এজেন্ডায় ছিল ট্রফি ও মেডেল হস্তান্তর,...