বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, অনন্য অলরাউন্ডার সাকিব আল হাসান। এক যুগেরও বেশি সময় ধরে যিনি ব্যাট ও বলে সমানতালে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়, সেই সাকিবকে আর কখনো জাতীয় দলের জার্সিতে খেলতে দেয়া হবে না বলেই জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেয়া হবে যেন সাকিব আল হাসানকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না দেয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা বাকযুদ্ধের জেরে এ ঘোষণাই যেন সাকিবের ক্রিকেট অধ্যায়ে এক নতুন নাটকীয় মোড়। বিতর্কের সূত্রপাত ঘটে গতকাল সোমবার, যখন সাকিব তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট...