বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বিএনপি কখনও দেশের জনগণের ইচ্ছার বাইরে যায়নি, আগামীতেও যাবে না।’তিনি বলেন, ‘বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।’মঙ্গলবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা মাশায়েখদের সাথে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওলামা মাশায়েখদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল...