সৌদি আরবে বেশ জনপ্রিয় খেলা ফুটবল। এরই মধ্যে সৌদি প্রো লিগ সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি লিগে পরিণত হয়েছে। রোনালদো-বেনজেমাদের মত বিশ্বসেরা ফুটবলারদের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। কারণ, ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক বেশি অর্থ ব্যায় করছে সৌদি আরব। ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। শুধু ফুটবলই নয়, অন্য অনেক খেলায়ও সৌদি আরব বিনিয়োগ করছে। বাকি ছিল ক্রিকেট। এবার আর ক্রিকেটকে বাকির খাতায় রাখছে না সৌদিরা। ক্রিকেটেও প্রবেশ করলো তারা। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০-এর ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবেও। সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) লিগটিকে পুরুষ ও নারী উভয় বিভাগের আনুষ্ঠানিক প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও সৌদি মাটিতে প্রথম ম্যাচ কবে অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে এ সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে দেশটিতে আইএলটি২০ আয়োজনের পথ...