১৩৮০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতের নাম–মো. খাইরুল ইসলাম। মঙ্গলবার ভোরে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া এলাকা থেকে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর একটি নির্মাণাধীন ভবন হতে ১৩৮০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। ডিবি তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়,...