হালের বলিউড ক্রেজ রাশমিকা মান্দানা। অধিকাংশ সময় খুব সাধারণ কিংবা ঘরোয়া মেয়ে টাইপের চরিত্রে দেখা যায় এই নায়িকা। তবে এবার সেই চেনা বৃত্ত থেকে বেরিয়ে আসছেন রাশমিকা। নিজেকে আবেদনময়ী রূপে দর্শকের সামনে হাজির হলেন। দীনেশ বিজন প্রযোজিত থামা নামের ভৌতিক সিনেমায় নয়া আঙ্গিকে আবির্ভূত হয়েছেন রাশমিকা।সোমবার রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন গান ‘তুম মেরে না হুয়ে’। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধা গানটিতে পাওয়া গেছে আবেদনময়ী রাশমিকাকে। গানটিতে রাশমিকার এই সচকিত উপস্থিতি অনেককে চমকে দিয়েছে। অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন। গানটিতে রাশমিকার উপস্থিতি অনেককে চমকে দিয়েছে, অনেক ভক্ত আবার...