এশিয়া কাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই পাকিস্তান ক্রিকেট দলকে আবারও মাঠে নামতে হচ্ছে। এবার তাদের লড়াই দক্ষিন আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান দল। দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের শুরুতেই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিন নতুন মুখ, অনভিষিক্ত ক্রিকেটার- অলরাউন্ডার আসিফ আফ্রিদি, বাঁ-হাতি রিস্ট স্পিনার ফয়সাল আক্রাম ও উইকেটরক্ষক-ব্যাটার রোহাইল নাজির। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১২ অক্টোবর লাহোরে। সিরিজের আগে ঘোষিত এই বিস্তৃত দল থেকে শুরুর আগে সংক্ষিপ্ত করা হবে মূল স্কোয়াড। নতুন ডাক পাওয়া তিন ক্রিকেটারের মধ্যে আসিফ আফ্রিদি হলেন সবচেয়ে বয়স। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে...