বর্তমান সময়ে মুসলিম তরুণদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজের চরিত্র ও আদর্শ অটুট রাখা—এমন মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, যে যুবক নাজায়েজ সম্পর্কের ফাঁদে পড়ে যায়, সে কখনোই পৃথিবী বদলে দেওয়া খালিদ বিন ওয়ালিদ (রা.) কিংবা ওমর বিন খাত্তাবের (রা.) উত্তরসূরি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। গতকাল (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে শায়খ আহমাদুল্লাহ এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্রোতের সঙ্গে ভেসে যাওয়া সহজ, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়াতে হলে দরকার সাহস, দৃঢ়তা ও আদর্শিক শক্তি। তিনি মনে করেন, প্রতিকূল পরিবেশে যে যুবক ইমান, তাকওয়া ও চরিত্রের সংগ্রামে জয়ী হয়, তার হাত ধরেই ইসলামের সোনালি অধ্যায় ফিরে আসতে পারে। শায়খ আহমাদুল্লাহ বলেন, কেয়ামতের ভয়াবহ দিনে আল্লাহর...