বিষয়টি প্রকাশ হয়েছিল আগেই। সম্প্রতি জামায়াতের আমিরের কার্যালয়ে বিদেশিদের সঙ্গে এক বৈঠকে দেখা যায় এ নতুন লোগো। আর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। আর মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫) তা নিশ্চিত করলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে তিনি জানিয়েছেন, পরিবর্তিত লোগো এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার দুপুরে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে পরওয়ার বলেন, ‘আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে, এটা ঠিক। একটা নতুন লোগো আমরা তৈরি করছি। ৩-৪টি লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি আলোচনা হয়েছে। কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে, অ্যাপেক্স বডি আছে, সেখানেই এ লোগোটা চূড়ান্ত হবে। চূড়ান্ত হলে তা আমরা আপনাদেরকে জানাবো।’ গত রোববার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের...