গত বছর দলে ফেরার পর দুইবার সেঞ্চুরির খুব কাছে গিয়েও থমকে গেছেন শারমিন আক্তার। পঞ্চাশ পেরিয়েছেন আরও তিনবার। কিন্তু শতরান অধরাই ছিল তার। সেই অপ্রাপ্তি তিনি ঘুচিয়ে দিতে চান সবচেয়ে বড় মঞ্চেই। সেঞ্চুরিতে বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের এই সময়ের সেরা ব্যাটার। দেড় বছর পর দলে ফেরার ম্যাচে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৬ করে আউট হয়ে যান শারমিন। গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে একপর্যায়ে মনে হচ্ছিল, তিন অঙ্ক ছুঁয়েই ফেলবেন। তিনি ৮০ রান পেরিয়ে যাওয়ার পরও ছয় ওভার বাকি ছিল। তবে পরের সময়টায় ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ফেলেন অধিনায়ক নিগার সুলতানা। শারমিন অপরাজিত রয়ে যায় ৯৪ রানে। এই আক্ষেপটুকু বাদ দিলে গত ১০ মাসে অসাধারণ সময় কাটছে তার ব্যাট হাতে। দলে ফেরার পর তিনি ফিরেছেন যেন অন্য এক...