৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গফরগাঁও মিনি স্টেডিয়ামে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় ও রুস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং পরে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন। শরিফ-মুনির অসাধারণ মানুষ! ফের...