রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের কোন নাগরিক সেবা বন্ধ থাকবে না। সাংবাদিকদের হেনস্তা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা বদলি হয়েছেন কেন তারা বদলিকৃত স্থানে যোগদান করেননি সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে। এসময় ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে সাংবাদিকদের মারধর এবং হেনস্থার মামলার আসামীদের গ্রেফতার ও জড়িতদের দাবিতে মিট দ্যা বিভাগীয় কমিশনার কর্মসূচিতে একথা বলেন তিনি।এসময় মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে উপস্থিত ছিলেন। মিট দা বিভাগীয় কমিশনার কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি...