পরে এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ফাইবারের সমস্যা ধরা পরে। জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর)-এর অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক হাসপাতালের একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারা জানিয়েছেন, ৩-৭ সপ্তাহ পর্যন্ত তাকে বিশ্রামে থাকতে হবে। ডা. রফিকুল ইসলাম আরো বলেন, ‘আমাদের বিভাগের (ইউরোলজি) অধীনে বেশ কিছু রোগী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি রয়েছেন। যাদের অনেকের অপারেশন হওয়ার কথা। কিন্তু তিনি...