হাওরের জেলা সুনামগঞ্জে আবহাওয়া আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতিতে আমূল পরিবর্তন। সময়মতো হাওরে পানি না আসা, বিল-জলাশয় শুকিয়ে মাছ ধরা এবং ক্ষতিকর জালে মাছ শিকারের কারণে হাওরে দেশীয় প্রজাতির মাছের আকাল চলছে। বিশেষ করে যে জেলাকে একসময় ‘মাছের ভান্ডার’ বলা হতো, সেই জেলা এখন মাছশূন্য। জাল ফেললে মিলছে না মাছ। অথচ জেলা মৎস্য বিভাগের তথ্যে দেখানো হচ্ছে, প্রতি বছরই মাছের উৎপাদন বাড়ছে। জেলার শেয়ালমারা হাওরপাড়ের বাসিন্দা নজির উদ্দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাওর ও নদীতে জাল ফেলে মাছ শিকার করেন তিনি। পরে সেই মাছ স্থানীয় হাট-বাজারে সর্বোচ্চ ৩০০-৪০০ টাকায় বিক্রি করে কোনোরকমে সংসারের খরচ জোগান। তবে তার ৫২ বছর বয়সে মধ্যে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর-নদীর রূপের বদল দেখেছেন। যে হাওর ও নদীতে আগে জাল ফেললে বিভিন্ন প্রজাতির...