আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান সেনাবাহিনীর ওপর কার্যকর চাপ প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত এবং নিরাপদ প্রত্যাবাসন শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এটিকে এ সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ-স্তরের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে ও এর সমাধান সেখানেই নিহিত। প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগের অভাব ও তহবিলের ঘাটতি দেখা দিচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, তহবিল হ্রাস পাওয়ায় ও দীর্ঘমেয়াদি আশ্রয় প্রদানের চেয়ে রোহিঙ্গাদের বাড়ি ফিরে যাওয়াই এখন একমাত্র শান্তিপূর্ণ সমাধান। তিনি বলেন, রোহিঙ্গারা ধারাবাহিকভাবে তাদের প্রত্যাবাসনের ইচ্ছা প্রকাশ করেছে। তাৎক্ষণিক...