চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন আবাসিক হলে বিশেষ বিবেচনায় থাকছেন ছাত্রদল-শিবির ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকা এসব ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাসসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কারো কারো নেই হলে ওঠার ন্যূনতম অ্যাকাডেমিক ফলাফল। ফলে ভালো ফলাফল থাকা সত্ত্বেও আসন না পাওয়া শিক্ষার্থীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।আরো পড়ুন:জবিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ‘নিয়ন্ত্রণের শেকল’বরিশাল বিশ্ববিদ্যালয়: আবাসন-পরিবহনে ভোগান্তি চরমে, বাড়ছে শুধু বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়: আবাসন-পরিবহনে ভোগান্তি চরমে, বাড়ছে শুধু বিভাগ তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রতিটি হলেই বিশেষ বিবেচনায় কিছু শিক্ষার্থীকে আসন দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় না দেখে তার অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি বাড়ির দুরত্ব ও আর্থিক অক্ষমতার দিকটিকে...