ময়মনসিংহের তারাকান্দায় হেনস্থা করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল ও দাড়ি কাটার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরী থেকে মজনু মিয়া নামে ৪৭ বছর বয়সী এই আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। গ্রেপ্তার মজনু মিয়া তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকার মৃত রজব তালুকদারের ছেলে। তারাকান্দা থানার ওসি মুহাম্মদ টিপু সুলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মজনু মিয়া এই মামলার এজাহারনামীয় আসামি। এর আগে শনিবার তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করেন, ওইদিন (ঘটনার দিন) তিনি বাজারে গেলে তারা তাকে জোর করে ধরে চুল ও দাড়ি কেটে দিয়েছে। বাজারে তখন লোক কম ছিল। “আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি...