ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চেয়ারম্যান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ, ভারত, বিএনপি ও নির্বাচন কমিশন একই পক্ষে কাজ করছে। বিএনপিকে 'ভারতপন্থী' আখ্যা দিয়ে তিনি দলটিকে বাংলাদেশপন্থী রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানান।পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এবং একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি নির্বাচন কমিশনের এক কমিশনারের পদত্যাগ দাবি করে বলেন, "এ ধরনের অসাংবিধানিক আচরণ গ্রহণযোগ্য নয়।"শাপলা প্রতীক না পেলে সহিংস কর্মসূচি নয়, বরং আইনের ভেতর থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। তবে প্রাথমিক শর্ত পূরণ করায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান পাটওয়ারী।প্রতীক প্রশ্নে কোনো ছাড় নয় জানিয়ে তিনি বলেন, মানুষ যখন শাপলায় ভোট দিতে উদগ্রীব হয়ে...