ঢাকা:ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আমাদের (বাংলাদেশ ও ভারত) সম্পর্কের আসল শক্তি আমাদের জনগণ, তাদের যৌথ ঐতিহ্য এবং পারস্পরিক শ্রদ্ধার মধ্যে নিহিত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় উৎসবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী যোগ দেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আমার স্ত্রীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী পূজায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভারত ও বাংলাদেশ একটি অনন্য এবং বিশেষ সম্পর্ক ভাগ করে নেয়, যেটা ইতিহাস ও ভূগোলের মাধ্যমে তারা সংযুক্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যৌথ ত্যাগের মাধ্যমে তারা আবেগগতভাবে সংযুক্ত। তারা ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং উৎসবের একটি সাধারণ ঐতিহ্যও ভাগ করে নেয়। দুর্গাপূজা এমনই একটি যৌথ ঐতিহ্য। এ উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয়...