গত ১৫ বছর ধরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুলের লড়াই যখন জমজমাট, তখনই ক্রিকেট পাড়ায় ভেসে আসে সমঝোতার শীতল বাতাস। সেই শীতল বাতাসের মাঝেই যেন এবার ওঠে এলো মরুভূমির হঠাৎ ঝড়। আবারও নাটকীয় মোড় নিল বিসিবি নির্বাচন। আগামীকাল বুধবার (১ অক্টোবর) প্রার্থীতা প্রত্যাহারের ঠিক একদিন আগে। বিভিন্ন সুত্রে জানা গেছে, নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কারণে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ১০-১২টি ক্লাব। আগামীকাল তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারে। তার আগে আজ জরুরী বৈঠকে বসার কথা ক্লাবগুলোর। আজ বিকেলে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদের এক...