মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যামেরার সামনে (বাঁ থেকে) তিন প্রবাসী ফাহমিদুল, জামাল ভূইয়া, জায়ান এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে সামনের দুটি ম্যাচ বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আসন্ন ম্যাচ ঘিরে বাংলাদেশের জন্য আশার জায়গা যেমন আছে, তেমনি আছে শঙ্কারও। সিঙ্গাপুর ও হংকং চায়নার পয়েন্ট ৪ করে। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ১। আগামী ৯ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে ও ১৪ অক্টোবর হংকং চায়নার মাঠে খেলবে বাংলাদেশ। হংকং ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া সতীর্থদের মনে করিয়ে দিলেন, জিততে হলে সেরাটা নিংড়ে দেয়ার কোনো বিকল্প নেই। ‘সবাই জয়ের মানসিকতায় প্রস্তুত আছে বলে আমি মনে করি। পরের ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। সত্যি বলতে, আমরা পরের ম্যাচে যদি হেরে যাই, তবে কোয়ালিফাই করার আর সুযোগ থাকবে না। হংকং চায়নার বিপক্ষে...