ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধকে ধরে জোরপূর্বক জটাচুল কেটে দেওয়ার ঘটনায় পুলিশ মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার নাম মজনু মিয়া। তিনি তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে। তাকে ময়মনসিংহ সদর থেকে গ্রেফতার করা হয়। ভিকটিমের নাম হালিম উদ্দিন। তিনি তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত বাছির উদ্দিন আকন্দের ছেলে। ৫ জুন এলাকার কতিপয় লোক হালিমকে ধরে জোরপূর্বক তার মাথার জটা কেটে দেয় ও দাড়ি-গোঁফ ছেঁটে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন সংগঠন থেকে এর নিন্দা জানানো হয়। যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় হালিম উদ্দিনের ছেলে শহীদ আকন্দ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনকে আসামি করে শনিবার তারাকান্দা থানায় মামলা করেছেন। এ পর্যন্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মজনু...