নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর এলাকায় একটি পুকুর থেকে নিখোঁজের ৩ দিন পর মিলল এক যুবকের লাশ। মৃত আবিদুর রহমান (৩৫) শহরের পার্শ্ববর্তী আনমনু গ্রামের মাতাব আলীর ছেলে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু এ নিয়ে নানা আলোচনা চলছে। পরিবারের দাবি, কেউ পরিকল্পিতভাবে আবিদুর রহমানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ওই পুকুরে ফেলে রাখে। স্থানীয় সূত্র জানায়, ৩ দিন আগে ঘর থেকে বের হয়ে আবিদুর আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করেও তার সন্ধান পায়নি। এ ব্যাপারে থানায় জিডিও করা হয়নি। আরও পড়ুনআরও পড়ুনফ্যাসিস্ট হাসিনার জন্মদিন পালন, নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে গণধোলাই মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেলের বাড়ির লোকজন তাদের পুকুরে একটি লাশ...