জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এদেশে হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটি অপশক্তি ফাঁদ পেতে আছে। আমরা যেন সেই ফাঁদে পা না দেই। তারা হিন্দু মুসলিমের মাঝে সংঘর্ষ লাগানোর চেষ্টা করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ গত দুই বছর আগে দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা লাগানোর চেষ্টা করা হয়েছে। গত বছর দুর্গাপূজার আগে অনেক ভয়-ভীতি দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এবারো একটি অপশক্তি অনেক চেষ্টা করেছে; কিন্তু শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবেই চলছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পর মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি।...