জলাবদ্ধতা, অভাব-অনটন আর আতঙ্কে দুর্গাপূজার উৎসব নেই যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বাড়েধাপাড়ায় মতুয়া সম্প্রদায়ের মাঝে। পানিবন্দি টানাটানির সংসারে তিনবেলা আহার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রায় চার মাস ধরে জলাবদ্ধতায় মাছ শিকার ও শাপলা বিক্রি করে চলছে তাদের সংসার।সরেজমিনে দেখা গেছে, সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের চারিদিকে পানি আর পানি। জলাবদ্ধতায় বাড়েধাপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যাতায়াতের একমাত্র বাহন তালের ডোঙা। বসতঘরের বারান্দা থেকে রাস্তা পর্যন্ত নির্মাণ করা হয়েছে বাঁশের...