জীবনে কখন প্রেম আসবে তা আগে থেকে বলা মুশকিল। কে কখন কার মনে দোলা দেয় তা পূর্ব নির্ধারিত থাকে না। চলার পথে হঠাৎ একজনকে অনন্য লাগে। তার জন্য মন অস্থির হয়ে যায়। তাকে দেখলে শান্তি লাগে। এমন অনুভূতিকেই বোধহয় প্রেমে পড়া বলে। প্রথম প্রেমে ভালোলাগার পরিমাণ থাকে বেশি। বাঁধন থাকে না আবেগের। তবে প্রথম প্রেমে সম্পর্কের কোনো অভিজ্ঞতা থাকে না। তাই এই সম্পর্কটি সুন্দরভাবে পরিচালিত করতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। চলুন বিস্তারিত জেনে নিই- নতুন হোক কিংবা পুরনো— সম্পর্ককে সময় দেওয়া জরুরি। প্রথম প্রেমের ক্ষেত্রে এই বিষয়টিতে আরও বেশি করে নজর দেওয়া জরুরি। জীবনে কাজ আর ব্যস্ততা থাকবেই। তবে এসবের ফাঁকেই নতুন সম্পর্ককে সময় দিতে হবে। একটি সম্পর্ক কতটা সুন্দর আর মজবুত হবে তা নির্ভর করে গুরুত্ব দেওয়ার ওপর।...