৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার শুরু হওয়া “রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে। প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোই একমাত্র কার্যকর সমাধান। এ ইস্যুকে মিয়ানমারের বৃহত্তর সংস্কারের সঙ্গে জিম্মি করে রাখা যাবে না।” মঙ্গলবার সকালে (স্থানীয় সময়) জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, গণহত্যা শুরুর আট বছর...