বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে চলমান সংকট সমাধানের লক্ষ্যে জাতিসংঘে ৭টি প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সংকট উত্তরণের পথ খুঁজতে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব প্রস্তাব পেশ করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার জিওবির এক পোস্ট থেকে এসব তথ্য জানা যায়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘গণহত্যা শুরুর আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। এই সংকট অবসানের উদ্যোগের অভাব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক অর্থায়নেও উদ্বেগজনক ঘাটতি রয়েছে।’ সংকট সমাধানের উপায় হিসেবে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। এর সমাধানও সেখানেই নিহিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার এবং আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন...