বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, বিএনপি জনগণের ভোটে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে পরিকল্পিতভাবে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে। মঙ্গলবার হাজারীবাগ বাজারের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি দেশের আমূল পরিবর্তনে কাজ করবে। সব মানুষ যাতে নগরজীবনে সুবিধা ভোগ করতে পারেন সেদিকে দৃষ্টি থাকবে। এজন্য অবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনে পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কেউ যদি পক্ষপাতিত্ব করেন এবং যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন জনগণকে সঙ্গে নিয়ে তাদেরও প্রতিহত করা হবে। ব্যারিস্টার অসীম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ১৯ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করে দেশকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। তিনি দেশের মানুষের মুক্তির...