৭২ বছর বয়সী রিক্সাচালক রশিদ মিয়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার লালবাগ থেকে কামরাঙ্গীচর রিক্সা চালান। শরীরের কোথাও আগের মতো শক্তি নেই, হাঁটুর নিচ থেকে ব্যথা উঠে কোমর পর্যন্ত যায়। তবুও থেমে নেই। ঘরে বসে থাকলে চিকিৎসা তো দূরের কথা, একবেলার খাবারও জুটবে না। জানালেন কয়েকদিন আগে বুকে ব্যথা হয়েছিল। পরে গিয়েছিলেন ঢাকা মেডিক্যাল কলেজে। ডাক্তার হৃদরোগ ইনস্টিটিউটে যেতে বললে, সেখানে ডাক্তার কয়টা টেস্ট দিলে জানতে পারি পরীক্ষা করাতে লাগবে ৩ হাজার টাকা। এই বয়সে আমি রিক্সা চালায় ওই টাকা দিয়া ভাত খাব, না চিকিৎসা করামু?শুধু রশিদ মিয়া না, তার মতো অসংখ্য প্রবীণ এই শহরের অলিতে-গলিতে ছড়িয়ে আছেন, যারা এক সময় সংসারের হাল ধরেছিলেন, এখন নিজেরই হাল ধরার কেউ নেই। সকাল সাতটা থেকে রাজধানীর ঢাকা মেডিক্যাল হাসপাতালের বহির্বিভাগের লম্বা...