নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাইনবোর্ড টাঙিয়ে একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে। বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আমিনুল ইসলাম।আমিনুল ইসলামের অভিযোগ, বাঙালিপুর চৌমুহনী বাজারে তার একটি মার্কেট রয়েছে। তিনি ২০১১ সালে জমি কিনে সেখানে মার্কেটটি নির্মাণ করেন। সেখানে গোডাউন ও দোকান ভাড়া দেওয়া আছে। মার্কেটের পেছনে কিছু খালি জায়গা রাখা হয়েছিলো। গত শুক্রবার বিকেলে রেজাউল খান রেজা তার সহযোগীদের নিয়ে এসে মার্কেটটি জোর করে দখল করেন। বাঁধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মার্কেটের দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।আমিনুল ইসলাম দাবি করেন, রেজা মার্কেট ছাড়ার জন্য তার কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরও...