গত শুক্রবার রাতে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ জন নিহত হন। পাকিস্তানের সামা টিভি ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ ফয়সালের ছবি প্রকাশ করেন। একইভাবে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মাহাজও ফয়সালের ছবি প্রকাশ করেছে। নিহত ফয়সালের চাচা আব্দুল হালিম রোববার গণমাধ্যমকে জানান, দেড় বছর আগে ২০২৪ সালের মার্চে দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন ফয়সাল। দেশ ছাড়ার পর প্রথমদিকে তিনি যোগাযোগ রাখলেও পরে তা কমে যায়। আব্দুল হালিম বলেন, “দেশ থেকে বের হওয়ার সপ্তাহখানেক পর ফোন করেছিল। তখন জানায়, ভারতে আছে এবং সেখান থেকে দুবাই যাবে। চার মাস পর আবার ফোন করে জানায়, দুবাই আছে। কে বা কার মাধ্যমে গিয়েছে, তা বলতে চাইত না।...