বর্তমানে হরহামেশাই ট্রোল বা হেনস্তার শিকার হতে হয় তারকা শিল্পীদের। এবার সেই ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। রবিবার ছিল কেয়ার ছোট ভাইয়ের জন্মদিন। এ উপলক্ষে ছোট ভাইয়ের সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এরপরই বিরূপ ও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় কেয়া পায়েলকে।এ প্রসঙ্গে কেয়া পায়েল গণমাধ্যমকে বলেন, আমরা তিন ভাই-বোন। আমি সবার বড়। আমার ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) ও এক বোন আছে। ছোট ভাই কলেজে পড়ে, ছোট বোনের বয়স ৬ বছর। ওদের নিয়েই আমার সবকিছু। তাই ওদের জন্মদিন সব সময়ই আমার কাছে বিশেষ। যতই কাজের চাপ থাকুক দিনটা তাদের ঘিরেই নানা পরিকল্পনা করি। মনের আনন্দে ঘুরে বেড়াই। তাছাড়া এমনিতেও আমরা বের হই। সেই ছবিগুলো প্রায়ই ফেসবুক পোস্ট করা হয়। সেভাবেই এবারও ছবি পোস্ট করে কিছু...