কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা আমজাদ হোসেন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা যায়, আমজাদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি জামায়াতের যুব বিভাগে যুক্ত হন। নিহত আমজাদের বড় ভাই সাদ্দাম হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাফি এবং আরও দুই যুবক সোমবার সন্ধ্যায় আমজাদকে নতুন মহাল এলাকার সড়ক থেকে ধরে নিয়ে যান। সেখানে তাকে ছুরিকাঘাত ও মারধর করা হয়। তার পেটে দুটি ও পিঠে একটি গুরুতর ক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আমজাদ হত্যার প্রতিবাদে সোমবার রাতেই কক্সবাজার শহরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা হত্যায়...