স্পেনে একটি ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন গোলরক্ষক রাউল রামিরেস। তার বয়স হয়েছিল ১৯ বছর। কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) তার মৃত্যুর খবর জানিয়েছে। পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে রেভিলার বিপক্ষে খেলার সময় রামিরেস মাথায় আঘাত পান। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়। আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রামিরেসের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে ১ মিনিট নীরবতা পালন করা হবে। বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন… যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের (ইউএসএসির) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে… মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়… সমস্ত জল্পনা-কল্পনা শেষে উসমান দেম্বেলের হাতেই উঠল ব্যালন ডিঅর… ছয় বছর পর আবারও বাংলার ক্রিকেট প্রশাসনে ফিরলেন সৌরভ গাঙ্গুলী।… বাংলাদেশ...