ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি নেওয়ার মতো গুরুতর দায়িত্ব পালন করতে দেখা গেছে এক সিকিউরিটি গার্ডকে। বিষয়টি ভিডিওতে ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তার কক্ষে। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনুপস্থিত থাকায় তার পাশের চেয়ারে বসে রোগীর নাম-ঠিকানা লিখে ভর্তি নিচ্ছিলেন সিকিউরিটি গার্ড তামিম হোসেন। এ দৃশ্য ধারণ করেন ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্যসচিব আলী হোসেন। ভিডিও ধারণের বিষয়টি টের পেয়ে সিকিউরিটি গার্ডসহ কয়েকজন আলী হোসেনকে ঘিরে ধরেন এবং তার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিটের চেষ্টা করেন। পরে পরিচয় দেওয়ার পর তারা তাকে ছেড়ে দেয়। তবে আলী হোসেন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পাশাপাশি সাংবাদিকদের সরবরাহ...