নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। রোববার শুরু এ উৎসব উপলক্ষ্যে এবছর নগরীর বিভিন্ন এলাকায় মোট ৩৬টি পূজামণ্ডপে চলছে পূজা-অর্চনা, সমবেত হচ্ছে প্রতিদিন হাজারো মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এতে অংশ নিচ্ছেন। উলুধ্বনি, ধূপ-ধুনো, ঢাক-ঢোলের ছন্দে মুখরিত প্রতিটি মন্দির প্রাঙ্গণ রূপ নিয়েছে মিলনমেলায়। ফ্লোরাল পার্কে বাংলাদেশ বেদান্ত সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত দুর্গাপূজায় যোগ দেন নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর ও সিটি মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো। তিনি বলেন, “নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্র সব ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থানের অনন্য উদাহরণ।” এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রীনা সাহা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। হিলসাইডে তাজমহল পার্টি হলে বাংলাদেশ সেবাসংঘের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পী। তিনি বলেন, “বিদেশে থেকেও এখানে এসে মনে হচ্ছে নিজের সংস্কৃতির ভেতরেই আছি। প্রবাসে নতুন...