জাতীয় টি-টোয়েন্টি লীগ ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগকে ২৩ রানে হারায় ঢাকা মেট্রো। টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো পাওয়ার প্লেতে রান ৩৭। পরে রবিন আউট হন ১৮ রানে। অধিনায়ক নাঈম শেখ দশম ওভারে ফেরেন ৩২ বলে ৩৬ রান করে। ইনিংসের গতি বদলে দেন সাদমান ও আইচ মোল্লা। দারুণ ব্যাটিংয়ে ১০ ওভারে ৯৬ রানের জুটি গড়েন দু’জন। টেস্ট দলের ওপেনার সাদমান তিনে নেমে ৩২ বলে ৪৯ রান করে শেষ ওভারে আউট হন সীমানায়। ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন আইচ। প্রথম ১০ ওভারে ৬০ রান তোলা ঢাকা মেট্রো পরের ১০ ওভারে তোলে ১০১। ১৬২ রান তাড়ায় সিলেটের শুরুটাও খুব গতিময় হয়নি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই ১৫ পেরিয়ে গেলেও কেউ ২৫ ছুঁতে পারেননি। একটু আগ্রাসী হয়ে উঠছিলেন যে দুজন, সেই অমিত হাসান...