গত ১০-১২ বছরের তুলনায় এবারে একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বর্ষাকালে মাঠঘাট ভাসানোর মতো বৃষ্টি হয়নি। যে অল্প বৃষ্টি হতো, তা দেশীয় মাছের বংশবিস্তারের জন্য যথেষ্ট ছিল না। ফলে বাজারে মুক্ত জলাশয়ের দেশি মাছের সরবরাহও ছিল অত্যন্ত সীমিত। তবে এবার চলতি বর্ষা মৌসুমজুড়েই ছিল লাগাতার বৃষ্টি। কয়েকদিনের ভারী বর্ষণে মাঠঘাট পানিতে তলিয়ে গিয়েছিল। এতে ফসলি জমি, খাল-বিল, নদী ও খানা-খন্দে সৃষ্টি হয়েছে মাছের আদর্শ আবাসস্থল। ফলে দেশি প্রজাতির প্রচুর মাছ হয়েছে। বর্ষা শেষে পানি নামতে শুরু করলে, সেই মাছগুলো নিচু জলাভূমি, খাল-বিল ও খানা-খন্দে জমা হয়েছে। এতে করে স্থানীয়ভাবে দেশি মাছ শিকারের উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর ফলে মাছ ধরার দেশীয় উপকরণ বা যন্ত্রপাতির চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। বাঁশ ও...