খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলাতে সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন গঠন করা হয়েছে। খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ তুলে নিলেই প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল খন্দকার। মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার গুইমারা উপজেলার রামেসু বাজার এলাকায় আগুনে পুড়িয়ে দেয়া বাড়িঘর ও দোকানপাট পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় জেলা প্রশাসক বলেন, ‘খাগড়াছড়ির চলমান পরিস্থিতি আলোচনার টেবিলে বসে সমাধান করতে চাই। অবরোধ আহ্বানকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের সঙ্গে বৈঠক হয়েছে। জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে যে ৮টি দাবি দিয়েছে তার মধ্যে ৭টি অ্যাড্রেস করা হয়েছে। সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের নাম পরে জানানো হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করতে...