দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ২২টি স্বর্ণপদক জিতে সেরা হয় তারা। ১৭টি স্বর্ণ জিতে রানার্সআপ ওয়াদোকাই কারাতে ক্লাব এবং ১৬টি স্বর্ণপদক জিতে তৃতীয় হয় কোয়ো কারাতে দো কাউন্সিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইঞ্জিনিয়ার আরাফাতুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারাতে ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ। এছাড়াও কোয়ো কারাতে দো কাউন্সিরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবু তালেব মিলন, মহি উদ্দিন বাবুল, মো. খায়রুল ইসলাম, মো. রাজিকুল ইসলাম খান, মামুন উর রশিদ, ড. আবদুল্লাহ আল-ফারুক ও ডা. মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারের আসরে ঢাকা ও ঢাকার বাইরের ২৫টি ক্লাবের দুই শতাধিক কারাতে অংশ নেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। দুই দিনব্যাপী...