কুয়াকাটা সমুদ্র সৈকত ঘিরে নির্মিত ট্রাভেল অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘ব্যাচেলর ইন ট্রিপ’ প্রেক্ষাগৃহে আসছে। সিনেমার পরিচালক নাসিম সাহনিক গ্লিটজকে বলেছেন, আগামী ৩ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিচালকের ভাষ্য, ট্রাভেল-রোমান্স ও কমেডি ঘরানার এই সিনেমা কোভিড মহামারী পরবর্তী সময়ে জীবনকে উপভোগ করার তাড়না, বন্ধুত্ব এবং অ্যাডভেঞ্চারের গল্প বলবে। কুয়াকাটার সমুদ্রপাড়ে কিছু ব্যাচেলর গ্রুপের ছুটির কাহিনী দিয়ে সিনেমাটি শুরু হয়। পুরো সিনেমায় তারা সমুদ্রের সৌন্দর্য, পাহাড়ি অ্যাডভেঞ্চার এবং একে অপরের সঙ্গে বন্ধুত্বের মুহূর্ত উপভোগ করবে। তবে এই আনন্দময় মুহূর্তের মধ্যে উদ্ভুত হয় রহস্য ও বিপদ। কিছু সন্ত্রাসীর আক্রমণ ও তাদের বেঁচে থাকার লড়াইয়ের গল্পে এগিয়ে যাবে সিনেমাটি। আম্মাজান ফিল্মস প্রযোজিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, আব্দুন নূর সজল, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া,মুসাফির সৈয়দ, রেবেকা,...