৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ফেনী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়া উপজেলার ইউএনও সুবল চাকমা। জন্ম-মৃত্যু নিবন্ধনের নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সার্বিক দাপ্তরিক ব্যবস্থাপনায় অনন্য ভূমিকা রাখায় তাঁকে এই স্বীকৃতি প্রদান করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে এসম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন ফেনী এর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন,"এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি ছাগলনাইয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মী, গ্রাম পুলিশ এবং সহযোগী সব পক্ষের সম্মিলিত চেষ্টার ফল। আমরা চেষ্টা করেছি নিয়মিত তথ্য হালনাগাদ...